![]() |
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগরে হাসাদাহ প্রেস ক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাসাদাহ প্রেস ক্লাব কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. সালাম মাস্টার, হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমীর আক্তারুজ্জামান, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মুহাম্মদ আলী মাস্টার (উপদেষ্টা, হাসাদাহ প্রেস ক্লাব), হাসাদাহ ক্যাম্প ইনচার্জ আহসান হাবিব, এএসআই মাসুদুর রহমান, হাসাদাহ কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান মেম্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ প্রেস ক্লাবের উপদেষ্টা রফিক শাহ, সাংবাদিক আজিজুর রহমান, সাংবাদিক এম.আই. আতিয়ার, সাংবাদিক হাসান ইমাম, সাংবাদিক রাশেদ, সাংবাদিক রায়হান, সাংবাদিক লিমন,সাংবাদিক আ. হাকিম,সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ,সাংবাদিক ওমর৷ ফারুক মুস্নি কবির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসাদাহ প্রেস ক্লাবের সভাপতি মো: মতিয়ার রহমান, সঞ্চালনায় হাসাদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন। বক্তারা হাসাদাহ প্রেস ক্লাবের পেশাদার সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করেন।
