নিজস্ব প্রতিবেদক।
মাধ্যমিক পর্যায়ে এ বছর মহেশপুর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন স্বরুপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শফিকুল ইসলাম। সারা দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর শ্রেষ্ঠ শিক্ষক মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
মোঃ শফিকুল ইসলাম, পিতা: মৃত আব্দুল জব্বার,মাতা: নুরজাহান বেগম, সাং কোর্টপাড়া,জীবননগর পৌরসভা তিনি ১৬ বছর যাবত সুনামের সাথে স্বরুপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকতা করছেন।
তার দক্ষতা ও বিচক্ষণতার কারণে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এখানে উল্লেখ্য যে, শিক্ষকতার পাশাপাশি তিনি একজন গুণী কবি ও সাহিত্যিক। তার এই কৃতিত্বে নিজ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ তাকে অভিনন্দন জানিয়েছেন।
