তারুণ্যের উৎসব-২০২৫, উপলক্ষ্যে পিকেএসএফ এর সহযোগীতায় ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুব, কিশোর-কিশোরী ও প্রবীণদের উদ্যোগে জীবননগর উপজেলায় "বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
উথলী ইউনিয়নের শিংনগর মাধ্যমিক বিদ্যালয় ও সেনেরহুদা দাখিল মাদ্রাসা এবং কেডিকে ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন জহির রাহায়ন, পরিচালক, ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টার, ডাঃ আব্দুর রশিদ, সভাপতি, মোঃ ফারুক হোসনে, প্রধান শিক্ষক, শিংনগর মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আব্দুল্লাহ, সভাপতি, মোঃ শরিফুল ইসলাম, সুপার, সনেরহুদা দাখিল মাদ্রাসা। মোঃ শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক, কামিপুর মাধ্যকিম বিদ্যালয়। এছাড়াও অংশগ্রহণ করনে প্রত্যেক প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ, প্রত্যেক ওয়ার্ড এর যুব ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা। মোঃ আমিনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য, উথলী, মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক, ইউনিয়ন প্রবীণ কমিটি, মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক, ওয়ার্ড প্রবীণ কমিটি। আরোও অংশগ্রহণ করেন মোঃ আক্তারুজ্জামান, উপজেলা সমন্বয়কারী, মোঃ হুমায়ন রশিদ সহকারী উপজেলা সমন্বয়কারী ও মোঃ সোহেল রানা, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা, সমৃদ্ধি কর্মসূচি, ওয়েভ ফাউন্ডেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। এ ধরনের কর্মসূচি যুবসমাজকে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে উৎসাহিত করে।” তারা আরও বলেন, “তারুণ্যের শক্তি ও পরিবেশগত দায়িত্ববোধ একসঙ্গে কাজ করলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহজ হবে।”
উল্লেখ্য, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির অংশ হিসেবে জীবননগরেও পরিবেশবান্ধব এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।