আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগরের বাঁকা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 







জীবননগর, চুয়াডাঙ্গা। 

আজ সোমবার (২৫ আগস্ট) বাদ আসর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাঁকা ইউনিয়ন বিএনপির আয়োজনে বাঁকা স্কুলপাড়া মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঁকা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল খালেক। সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন। বিশেষ বক্তা ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে খোকন খাঁন বলেন, আগামী জাতীয় নির্বাচনে জেলা বিএনপি ও তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু প্রার্থী হবেন। তাঁকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাববে কাজ করতে হবে। নিজের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। নিজের থেকে দলীয় স্বার্থ প্রাধান্য দিতে হবে। দল বিজয়ী হলেই আমরা বিজয়ী হব।

মতবিনিময় সভায় এছাড়া বাঁকা ইউনিয়ন বিএনপির নেতা আবুল বাশার, জীবননগর উপজেলা কৃষকদের সদস্যসচিব সানোয়ার হোসেন, জীবননগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম রব্বানীসহ জীবননগর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post