জীবননগরের কন্দপপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ - আহত ১

 





জীবননগর, চুয়াডাঙ্গা।

রবিবার (৩১ আগস্ট) আনুমানিক  রাত ৮ টায়  জীবননগর হাসাদহ ইউনিয়নের কন্দপপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে লুৎফুন্নেছা  (৬৫) নামের এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মুরাদ হোসেন, জহির উদ্দিন ও ইরাদ হোসেনের বিরুদ্ধে। বর্তমানে ওই নারী জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। 

আহত লুৎফুন্নেছা  বলেন, বেশকিছু দিন আগে মাঠের জমি নিয়ে সমস্যা হয় । হঠাৎ করে ধটনার দিন রাত ৮ টার সময় ৩-৪ জন এসে আমার বারান্দায় লাঠি রড দিয়ে মারতে থাকে একপর্যায়ে আমার ঘরে ঢুকে আমাকে এলোপাতাড়ি ভাবে রড ও লাঠি দিয়ে মারতে থাকে এবং আমার কপালে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় আমার বুকে, পিঠে, পেটে লাথি ও কিল ঘুষি মারতে থাকে। হঠাৎ আমি জ্ঞান হারিয়ে  মাটিতে পড়ে যাই। পরে আমার ছেলে আমাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে।

 

ভুক্তভোগীর বড় ছেলে বলেন, আমি অন্য পাড়ায় থাকি হঠাৎ করে শুনতে পাই আমার মাকে মুরাদ , জহির ও ইরাদ মারধর করছে আমি এই ঘটনা শুনে দ্রুত এসে আমার মাকে  উদ্ধার করে  জীবননগর হাসপাতালে ভর্তি করি। এ বিষয়ে কোন অভিযোগ এখনো থানায় জমা দেইনি।

Post a Comment

Previous Post Next Post