নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে দুই দিনব্যাপী কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: আলমগীর বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার উপপরিচালক মো: মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়,কৃষি প্রকৌশলী মো: আনোয়ার হোসেন।
প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন অত্র প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ শেখর। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আলমগীর বিশ্বাস বলেন,যশোর অঞ্চলের কৃষি বলতে মাঠ-ঘাঠ বেশ সাজানো গোছানো,কৃষকরাও স্মার্ট আর পারদর্শী। তিনি বলেন,আগামীর কৃষি হবে আরো চ্যালেঞ্জিং পূর্ণ। খোরপোশ কৃষি পরিবর্তিত হয়ে বর্তমানে বানিজ্যিক কৃষিতে এসে দাঁড়িয়েছে। আপনাদেরকে এজন্য আরো দক্ষতা,জ্ঞান সমৃদ্ধ এবং বুদ্ধিমত্ত্বাকে কাজে লাগাতে হবে,তবেই কৃষকের পাশে থেকে পরামর্শ, সেবা প্রদানের কাজটি সহজতরভাবে করতে পারবেন। তিনি আরো উল্লেখ করেন,যার নিকট বর্তমানে যতো আপডেট তথ্য জানা থাকবে সে ততোবেশী জ্ঞান সমৃদ্ধ এবং প্রাজ্ঞ দক্ষতাময়। তিনি বিভাগীয় কাজের পাশাপাশি স্বকীয় উদ্যোগে 'আউট অব বক্স' নামকরণের আদলে সকল উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে কৃষি সৃজনশীলতার উপর বিশেষ ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য যে, এ প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলার ৪টি উপজেলা থেকে ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
