জীবননগর থানা পুলিশের অভিযানে ৩ জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

 





জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর থেকে পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ তথ্য জানায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো: মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো: আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর-১৯৭১/২৪, প্রসেস নং-৫৫৯/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি কয়া গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো: সবুজ মিয়া, মিরপুর সিআর-৫৯৬/২৪, প্রসেস নং-৫৮২/২৫, এর পরোয়ানাভুক্ত আসামি জীবননগর বসুতিপাড়ার হোসেন গাজীর ছেলে মনির হোসেন এবং জিআর-৬১/১৫, দায়রা-৩৮২৪/১৫, প্রসেস নং-৩৭৩/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি কাশিপুরের মৃত আশরাফ আলীর ছেলে মো: জিল্লুর রহমান ডোনারকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, গ্রেপ্তার তিনজনকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post