জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত, পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার -৬

 



নিজস্ব প্রতিবেদক, জীবননগর। 

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম- সেবা) সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মো: মামুন হোসেন বিশ্বাস এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ হাসান আলী, এএসআই(নিঃ) মোঃ আহসান হাবীব, এএসআই(নিঃ) মোঃ আব্দুস সালাম, এএসআই(নিঃ) মোঃ জসিম উদ্দীন, এএসআই(নিঃ) মোঃ হেমায়েত উদ্দীন হিমু, এএসআই(নিঃ) মোঃ সেলিম রেজা সঙ্গীয় ফোর্স সহ ১৬ সেপ্টেম্বর(মঙ্গলবার) জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। 

এ সময় ১। এসসি-৮৬০/২২, মহেশ জিআর-৫৪/২২, প্রসেস নং-৩২৯/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী জুনায়েদ হোসেন জনি (২৬), পিতা-মোঃ মেহেদী হাসান টিপু, মাতা-মোছাঃ শিরিন শিলা, সাং-গঙ্গাদাসপুর, ২। পাঃ জাঃ ২৮/২৪, প্রসেস নং-৫৩৫/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ বিপ্লব (৩০), পিতা-মোঃ কামাল, সাং-কাশীপুর ব্রিজের নিকট, ৩। সিআর-৫৩৪/২৩, প্রসেস নং-৫৬৭/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোছাঃ শাকিলা আক্তার পাখি (৪৪), স্বামী-জিয়ারুল সরদার, সাং-কুলতলা, ৪। সিআর-৫৩৪/২৩, প্রসেস নং-৫৬৮/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোছাঃ সাহিদা খাতুন (৫২), স্বামী-মোঃ মোশারেফ মিয়া, সাং-কাশিপুর, ৫। সিআর-৫৩৪/২৩, প্রসেস নং-৫৭০/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোছাঃ শিউলী খাতুন (৩৭), স্বামী-মোঃ আনারুল সরদার, সাং-কুলতলা, ৬। সিআর-৫৩৪/২৩, প্রসেস নং-৫৬৯/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোছাঃ জেসমিন আক্তার (৩৮), স্বামী-মোঃ তুহিন ইসলাম, সাং-কাশিপুর, সর্ব থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদেরকে নিজ নিজ বসত বাড়ী হতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদলতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post