জীবননগর, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে হঠাৎ স্রোতে ভৈরব নদের ওপরের আরও একটি ব্রিজে ভাঙন দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালের দিকে সিংনগর গ্রামে ভৈরব নদের ওপরের ব্রিজ ও সংলগ্ন রাস্তায় ধসে গেছে।
এর আগে মনোহরপুরে ভৈরব নদের ওপরের ব্রিজটি পুরোপুরি ধসে যায়। আর সন্তোষপুর বাজারে ভৈরব নদের ওপরের ব্রিজের অর্ধেক ধসে গেছে।
খবর পেয়ে আজ শুক্রবার খবর পেয়ে বেলা ১টার দিকে ব্রিজ পরিদর্শনে যান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।
জানা গেছে, গত সোমবার চুয়াডাঙ্গার জীবননগরের সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে হঠাৎ তীব্র স্রোতে প্রথমে মনোহরপুর গ্রামের ইলিশের জোল মাঠের ব্রিজটি ভেঙে যায়। পরের দিন সন্তোষপুর গ্রামে ভৈরব নদের ওপর নির্মিত আরেকটি ব্রিজ ভেঙে যায়। আর আজ শুক্রবার সিংনগর গ্রামে ভৈরব নদের ওপরের ব্রিজ ও সংলগ্ন রাস্তা ধসে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিজগুলো পাকিস্তান সরকারের আমলে নির্মিত। সেকারণে পাইলিং করা নেই। এ কারণে হঠাৎ স্রোতে ব্রিজগুলো ভেঙে গেছে।
ব্রিজ পরিদর্শনে এসে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, ভৈরব নদে পানির প্রবল স্রোতে তিনটি ব্রিজ ভেঙে গেছে। এটি পুনর্নির্মাণ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা দ্রুতই এর একটা ব্যবস্থা করে দেবে। আর এখন মানুষ যেন যাতায়াত করতে পারে সেজন্য বিকল্প ব্যবস্থা কি করা যেতে পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।