জীবননগর উথলীতে গরু বিক্রি নিয়ে দ্বন্দ্বে নিহত-2

 






জীবননগর, চুয়াডাঙ্গা। 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে গরু বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন—উথলী গ্রামের বড় মসজিদপাড়ার মৃত ক্ষুদে মণ্ডলের ছেলে মিন্টা (৬০) ও হামজা (৪৫)।

শনিবার সকালে উথলী গ্রামের রেললাইনের ৭২ নম্বর ব্রিজের পাশের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টা ও হামজা দুই ভাই শনিবার সকালে উথলী গ্রামের ৭২ নং ব্রিজ মাঠে কৃষি কাজ করতে যায়।

এসময় ৮-১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করে চলে যায়।

স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে মিন্টার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে গরু বিক্রি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা গরু বিক্রেতা এবং হামলাকারীরা ক্রেতা ছিলেন বলেও জানা গেছে।

এই অবস্থায় উথলী গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। 


Post a Comment

Previous Post Next Post