নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের শহিদুল ইসলাম দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়া অবস্থায় এই রূপমুদ্রা উদ্ধার হয়। শহিদুল ইসলামের ভাষ্যমতে হঠাৎ মাটির হাঁড়ি জাতীয় কিছু উঠে আসে। ভেতরে আমরা অনেকগুলো পয়সা দেখতে পাই । পরীক্ষা-নিরীক্ষার সময় লোকজন জমে যায়। খবর পেয়ে পুলিশ- প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারের জন্য নিয়ে আসা হয় যন্ত্র।
উদ্ধারে যা পাওয়া গেছে - ১৮৬৫ থেকে শুরু করে ১৯০২, ১৯০৮ সাল অর্থাৎ ব্রিটিশ আমলের( ইস্ট ইন্ডিয়া কোম্পানির) রুপার মুদ্রা। সংখ্যা ১ হাজার ৮ শ ৭৬ টি। স্থানীয় স্বর্ণকারেরা বলেছেন, রুপা হিসেবে এর এক একটি মুদ্রার দাম ১৫ শ থেকে ১ হাজার ৮ শ টাকা। এটি হয়তো প্রচলিত মূল্য কিন্তু ঐতিহাসিক দিক বিবেচনা করলে উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রার বর্তমান মূল্য আরো কয়েক গুণ বেশি।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলটি শুরু হয়ে গেছে।