আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উথলী বাসস্ট্যান্ড বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে থেকে রেখে জীবননগর উপজেলার উথলীতে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মাঝে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু'র পক্ষে লিফলেট বিতরণ করেন যুবদলের নেতৃবৃন্দ।
ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তারা।পরে প্রধান সড়ক ধরে উথলী বাজারে লিফলেট বিতরণ করা হয়। এসময় বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরা হয়।
এসময় যুবদলের নেতারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমইএর সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি ১৬-১৭ বছর ধরে চুয়াডাঙ্গার মানুষ জন্য কাজ করছেন।
তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন। তিনি সৎ মানুষ। তিনি কোনো দুর্তীতি করবেন না।
তারা আরও বলেন, বাবু খান মন্ত্রী হলে চুয়াডাঙ্গা তথা খুলনা বিভাগের উন্নয়ন হবে। এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন ময়েন, সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ও মিনাজুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আলিম, মিঠু ও ইউনূস, যুবদল নেতা ইয়াদুল, মো. রাজা মালিথা, টিপু সুলতান, সাইদুর, মিনা, সাঈদ, উথলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, উথলী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুসাইন, সদস্য সচিব আরমান আলী,রুবেল আহম্মেদ, ইউনিয়ন যুবদলের নেতা তৌহিদ হোসোন,রানা প্রমুখ।

