নিজস্ব প্রতিবেদক, জীবননগর।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান (বাবু খান) এর আয়োজনে সনাতন সম্প্রদায়ের সম্মানে পূজা পূনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির সভাপতির বাসভবন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে ও জেলা পূজা কমিটির সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়ের উপস্থাপনায় অনুষ্ঠিত পূজা পূনর্মিলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাসুদ মিল্টন ও জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী।
সনাতন ধর্মাবলম্বীর সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, উত্তম রঞ্জন দেবনাথ, বিজয় হালদার,জীবন সেন, প্রশান্ত দাস, সঞ্জয় হালদার, শোভন দাসসহ জেলা পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্ব উপস্থিত ছিলেন।
