নিজস্ব প্রতিবেদক।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে জামায়াতকে হারিয়ে বিএনপিপন্থী প্যানেল বিজয়ী হয়েছে। ভোট গনণা শেষে গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার ফলাফল ঘোষণা করেন।
গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে মোট ভোটার ছিল ৫১৫ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৪১৮ জন। তবে ১৪ জনের ভোট বাতিল হয়েছে।
ভোটে বিএনপি সমর্থিত চারজন অভিভাবক সদস্য বিজয়ী হয়েছেন। এর মধ্যে ২৫১ ভোট পেয়ে প্রথম হয়েছে মো. ইসাবুল হক। ২৩১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. জাকির হোসেন, ২০৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ইমরান উদ্দিন এবং ১৭৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো: মজিদ ।
অপরদিকে জামায়াত সমর্থিত চারজনের মধ্যে মো. আবুল মজিদ ১৭৫ ভোট, মো: কামরুজ্জামান ৯৩ ভোট, মো: জুয়েল রানা ১২১ ভোট এবং বকুল হোসেন ১৫৩ ভোট পেয়েছেন।
প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
