নিজস্ব প্রতিবেদক।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬:৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) এর জীবননগর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবগঠিত শহীদ জিয়া স্মৃতি সংসদ এর জীবননগর উপজেলা পরিষদের সদস্যবৃন্দ।
উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ এর জীবননগর উপজেলা আহবায়ক মো: বশির উন নাজির, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক মো: আশাদুল ইসলাম, মো: সেলিম রেজা, মো: জুম্মত আলী, মো: আদম আলী, মো: মাফুজ আহমেদ মুসা, মো: শরিফুল ইসলাম, মো: সুমন মিয়া। সদস্য সচিব মো: হাসান ইমাম, সদস্য মো: ইউসুফ আলী, মো: শাহজাদা, মো: আতিয়ার রহমান, মো: কামরুজ্জামান লিটন।
এখানে উল্লেখ্য যে, গত ১৩ অক্টোবর শহীদ জিয়া স্মৃতি সংসদ এর চুয়াডাঙ্গা জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে ৫১ সদস্য বিশিষ্ট জীবননগর উপজেলা কমিটি গঠিত হয়। সাক্ষাৎকালে আনোয়ার হোসেন খান খোকন নতুন আহবায়ক কমিটিকে নানা দিকনির্দেশনা দেন। শহীদ জিয়া স্মৃতি সংরক্ষণে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।


