জীবননগরে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন







 নিজস্ব প্রতিবেদক। 

চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ জীবননগর উপজেলা শাখার আয়োজনে আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন শহীদ জিয়া স্মৃতি সংসদ জীবননগর উপজেলার আহ্বায়ক মো. বশির উন নাজির ও সদস্যসচিব প্রভাষক মো. হাসান ইমাম।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল ইসলাম, মো. মাহফুজ আহমেদ মুছা, মো. সেলিম রেজা, মো. দেলোয়ার হোসেন, মো  শরিফুল ইসলাম, মো. মিনারুল ইসলাম, মো. তানভীর আহমেদ, মো. জুম্মত আলী, খলিলুর রহমান, মো. আদম আলী, মো  সাইফুল ইসলাম ও মো. সালাউদ্দিন লিটন।

এছাড়া উপস্থিত ছিলেন ইউসুফ আলী, মো. কামরুজ্জামান লিটন, মো. আব্দুর রউফ, মো. আব্দুস ছামাদ, মো. জাহাঙ্গীর আলম বাবু, সাংবাদিক মো. আতিয়ার রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তমঞ্চে এসে সমাবেশে শেষ হয়। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

Post a Comment

Previous Post Next Post