ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জীবননগর পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

 




নিজস্ব প্রতিবেদক। 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে জীবননগর পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেল ৫টায় জীবননগর পৌর বিএনপির কার্যালয়ে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপি'র সভাপতি শাহাজাহান কবীর। জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী, সহ-সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান ডাবলু। 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহজাহান কবির  বলেন, “১৯৭১ সালে আমরা স্বাধীনতা লাভ করলেও প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি। মানুষের আত্মপরিচয় কলুষিত করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় সংহতির মাধ্যমে এদেশে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই জনগণকে সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আত্মপরিচয়ের সংকট থেকে মুক্ত করেছিলেন।”তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের আধুনিক রাষ্ট্র নির্মাণের স্থপতি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, কৃষির যান্ত্রিকীকরণ ও শিল্পায়নের ভিত্তি তিনিই স্থাপন করেন। আজও শেখ হাসিনা তার অবদানকে মুছে ফেলতে পারেননি, কারণ ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ এখনো মানুষের মনে প্রোথিত।”

আলোচনা সভায় জীবননগর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post