জীবননগর উপজেলা ও পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠিত

 




নিজস্ব প্রতিবেদক। 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। জীবননগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. হাবিবুর রহমান হেবা ও সদস্যসচিব মো. রবগুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন- শফি উদ্দিন শফি, নূর ইসলাম, সুমন মিয়া, আব্দুল হাকিম ও সোহানুর রহমান।


অন্যদিকে, জীবননগর পৌর শ্রমিক দলের আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. রকিবুল ইসলাম রকিব ও সদস্যসচিব মো. আবু সাঈদ মন্ডল। কমিটির অন্য সদস্যরা হলেন- সামউল হক, রকিবুল হোসেন, লিটন, জালাল উদ্দিন ও  জাহাঙ্গীর হোসেন।


এর আগে গত ২০ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের এক সভায় জীবননগর উপজেলা ও পৌর বিএনপির ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর স্থানীয় বিএনপি ও শ্রমিক সংগঠনের সাথে আলোচনা সাপেক্ষে শনিবার এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

Post a Comment

Previous Post Next Post