জীবননগর উপজেলার গয়েশপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

 





 

নিজস্ব প্রতিবেদক। 


জীবননগরে সীমান্ত ইউনিয়ন গয়েশপুর গ্রামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটায় জীবননগর সীমান্ত ইউনিয়ন গয়েশপুর হাই স্কুল মাঠে  গয়েশপুর নবারুন ক্লাবের  উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।  জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন মইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু ।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন খাঁন খোকন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 

সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার ওসমান গনি, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী বিশ্বাস , সহ-সভাপতি বিপলুর রহমান,টিটু মেম্বার দুই নাম্বার ওয়ার্ড বিএনপি'র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহপ্রমুখ। এ সময় প্রধান অতিথি বাবু খাঁন বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে সুস্থ রাখে। তা ছাড়া বর্তমান সময়ে সমাজের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে মাদক। এ মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানের লেখাপড়ার পাশাপাশি তাদের মেধা বিকাশের জন্য খেলাধুলার দিকেও একটু নজর দিতে হবে।

Post a Comment

Previous Post Next Post