নিজস্ব প্রতিবেদক।
জীবননগরে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ক্রাইম রিপোর্টার, জীবননগর প্রেসক্লাবের সদস্য ও জীবননগর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক মারুফ মালেকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর জীবননগর প্রেসক্লাবে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর যৌথভাবে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জীবননগর প্রেসক্লাব প সাংবাদিক সমিতি।
জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সিনিয়র সাংবাদিক শফিউদ্দিন শফি। দোয়া পরিচালনা করেন মাওলানা সাজেদুর রহমান।
সাংবাদিক ডিএম মতিয়ারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক ও বার্তা-২৪ এর জেলা প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ, দৈনিক মুসলিম টাইমসের সাংবাদিক আজিজুল ইসলাম, দৈনিক সবুজ নিশান পত্রিকার সাংবাদিক মো: হাসান ইমাম, দৈনিক নবচিত্রের সাংবাদিক জাহিদুল ইসলাম কাজল, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক আল আমীন মোল্লা, সাংবাদিক লিটন, সাংবাদিক এস এম রকি, সাংবাদিক এম আই আতিয়ার প্রমুখ।
