জীবননগর থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

 






নিজস্ব প্রতিবেদক :  





জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদ জীবননগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক মো. বসির উন নাজির, সদস্যসচিব মো. হাসান ইমাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজ আহমেদ মুসা, মো. সেলিম রেজা, মো. দেলোয়ার হোসেন এবং মোহাম্মদ ইউসুফ আলী।

মতবিনিময়কালে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ বসির উন নাজির বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক উন্নয়নে আমাদের সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবে।

এসময় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

Post a Comment

Previous Post Next Post