জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৪তম বার্ষিক সাধারণ সভা- অনুষ্ঠিত

 




জীবন নগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৭ডিসেম্বর) শনিবার সকাল ১০ঘটিকায় পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম,ডিরেক্টর,কালব 'গ' অঞ্চল,

প্রধান অতিথির বক্তব্যে ২০২৪-২০২৫ অর্থ বছরের হিসাব নিকাশ সহ লাভ্যাংশ সদস্যদের মাঝে  তুলে ধরেন। আগামী ২০২৫- ২০২৬, ২০২৬-২০২৭ সম্ভাব্য বাজেট ঘোষনা করেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব,মোহাঃনূর আলম,উপজেলা সমবায় অফিসার,জীবন নগন,চুয়াডাঙ্গা


আরো উপস্থিত ছিলেন মোঃআজিম উদ্দিন ভাইস চেয়ারম্যান, মোঃ মজিবুর রহমান সাধারণ সম্পাদক, মোঃআজান বারি,ট্রেজারার,সহদেব কুমার সদস্য, মোঃমফিজুর রহমান,সদস্য, মোঃবজলুর রশিদ,উপজেলা ব্যবস্থাপক,(ভারপ্রাপ্ত)  এবং কালাম উদ্দিন অফিস সহয়ক

 সভাপতিত্ব করেন,জনাব,মোঃ আব্দুল খালেক,চেয়ারম্যান, জীবন নগর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃমফিজ উদ্দিন (শিক্ষক)।

Post a Comment

Previous Post Next Post