বিএনপি নেতার কবর জেয়ারত ও পরিবারেরর খোঁজখবর নিলেন বাবু খান

 






নিজস্ব প্রতিবেদক। 

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মৃত কামাল সিদ্দিকীর ছোট ভাই এবং হাসাদাহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সিদ্দিকীর কবর জেয়ারত করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজেএমইএর সভাপতি এবং বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে হাসাদাহ ইউনিয়নের বকুন্ডিয়া গ্রামের কবরস্থানে যেয়ে সেলিম মিয়ার কবর জেয়ারত করেন তিনি। 

কবর জেয়ারতের পর মাহমুদ হাসান খান বাবু মরহুম সেলিম মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে তিনি সেলিম মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এসময় জেলা বিএনপির সভাপতি বাবু খান বলেন, দলের নিবেদিতপ্রাণ কর্মী সেলিম মিয়া বিএনপির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি আশ্বাস দেন, দলের পক্ষ থেকে মরহুমের পরিবারের পাশে সবসময় সহযোগিতা থাকবে।

কবর জেয়ারত সময় মাহমুদ হাসান খান বাবুর সঙ্গে উপস্থিত ছিলনে জীবননগর উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ ও কর্নেল (অব.) মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, হাসাদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।

Post a Comment

Previous Post Next Post