চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আন্দুলবাড়িয়া খাসপাড়া গ্রামে পরিবারের ওপরে অভিমান করে জহুরুল ইসলাম (৩৫) আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে জহুরুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এলাকাবাসীর দাবি, জহুরুল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
এলাকাবাসীর জানা যায়, দীর্ঘদিন ধরেই জহুরুল মানসিক অস্থিরতায় ভুগছিলেন। তবে শেষ পর্যন্ত পারিবারিক ঝগড়ার জেরেই এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে।