জীবননগর প্রেসক্লাবে সাংবাদিক মানিকের জন্মদিন পালন



নিজস্ব প্রতিবেদক, জীবননগর, চুয়াডাঙ্গা। 

জীবননগর প্রেসক্লাবে জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিকের জন্মদিন পালন করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাব ভবনে 

কেক কেটে জন্মদিন পালন করেন ক্লাবের সাংবাদিকবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,আরটিভির দুবাই প্রতিনিধি এসএম শাফায়েত এবং প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও হাসাদাহ প্রেস ক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমান, চাষী রমজান,আল আমিন, জাহিদুল ইসলাম কাজল, ওমর ফারুক, আজিজুল ইসলাম, জাকির হোসেন লিটন, অ্যাডভোকেট এ আর রাজ, হাসান ইমাম প্রমুখ। 

তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জন্মদিন উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post