জীবননগরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

 





নিজস্ব প্রতিবেদক, জীবননগর, চুয়াডাঙ্গা। 


আজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর জেলার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও গলাকেটে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলিয়ে আহত করার প্রতিবাদে জীবননগর প্রেস ক্লাবের আয়োজনে  জীবননগর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও উথলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়ন, আরটিভির দুবাই প্রতিনিধি ও জীবননগরের সন্তান এসএম শাফায়েত এবং প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও হাসাদাহ প্রেস ক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমান। 


এ সময় বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর জেলার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরের একটি চায়ের দোকানে নৃশংসভাবে চাপাতি দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে একদল সন্ত্রাসী৷ এছাড়া বাংলাদেশের আলো পত্রিকার আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলিয়ে গুরতর আহত করা হয়েছে। আমরা উভয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 


বক্তারা আরও বলেন, সাংবাদিকরা বার বার হত্যা ও নির্যাতনের শিকার হলেও এসব ঘটনার সুষ্ঠু বিচার হয় না। যার ফলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমরা চাই সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি আইন তৈরি করা হোক। একইসাথে সাংবাদিক হত্যার সাথে জড়িতদের কঠিন বিচারের মুখোমুখি করা হোক। যাতে করে ভবিষ্যতে আর কেউ সাংবাদিক হত্যা ও  নির্যাতনের মত জঘন্য কাজ করার সাহস না পায়। এছাড়া জীবননগর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু সায়েম হত্যার সাথে জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। উক্ত মানববন্ধন পরিচালনা করেন জীবননগর প্রেস ক্লাবের সদস্য চাষী রমজান আলী। এসময় জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷

Post a Comment

Previous Post Next Post