জীবননগরে ফ্যাসিবাদ পতন বছর পূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

 



নিজস্ব প্রতিবেদক, জীবননগর, চুয়াডাঙ্গা। 

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র—জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি করেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর আখসেন্টার থেকে থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি জীবননগর থানা মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। 

মিছিলে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব  কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মো: আবু তালেব, পৌর স্বেচ্ছাসেবক দলের আরসাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব রিপন প্রমুখ।

বিজয় র‍্যালিতে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক বিএনপির নেতা-কর্মীরাও শহীদ হয়েছেন। সুতরাং এ অর্জন আমাদের সকলেরই। এই অর্জনকে ধরে রাখতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা ষোষণা করেছেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে।

Post a Comment

Previous Post Next Post