কাটিমন আম চাষে সফল প্রবাসী রুহুল আমিন



নিজস্ব প্রতিবেদন, চুয়াডাঙ্গা। 

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আন্দুলবাড়িয়া খাসপাড়া গ্রামে কাটিমন ১২ মাসি থাইল্যান্ড আম চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন ইরাক প্রবাসী রুহুল আমিন (৩৫)। তিনি আব্দুল মজিদের ছেলে।


রুহুল আমিন দেড় বিঘা জমিতে কাটিমন আমের বাগান গড়ে তুলেছেন এবং বর্তমানে এ আম প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্বল্প সময়ে উন্নত জাতের এই আম চাষ করে তিনি এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।


এই আম বাগান গড়ে তুলতে নানাভাবে সহযোগিতা করেছেন বিপ্লব নাসারির স্বত্বাধিকারী বিপ্লব হোসেন।

এ বিষয়ে রুহুল আমিন বলেন, সরকারের সহযোগিতা পেলে আমি আমার চাষাবাদ  আরও বড় পরিসরে করতে পারব । 

Post a Comment

Previous Post Next Post