নিজস্ব প্রতিবেদক, জীবননগর,চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এই মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল আমীন।
এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।
এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জুয়েল শেখ। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল আমীন।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা সনাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা সমবয় কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখ জানান, জীবননগরে ৯৮৬ জন মৎস্য চাষি রয়েছেন। এখানে মারুফদহ বাওড় মাছের অভয়াশ্রম। এখানে মাছের আড়তসহ বেশ কয়েকটি মাছ বাজার রয়েছে। আমরা চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকি।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন বলেন, আমাদের বলার থেকে কাজে প্রমাণ করতে হবে৷ আমরা বই-পুস্তক থেকে পড়াশোনা করে শিখেছি, আর আপনারা চাষ করেন,প্যাকটিক্যালি শিখেছেন। আপনারা অনেক ভালো জানেন। তবে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করব না। আমাদের দেশি মাছ হারিয়ে যাচ্ছে। আমাদের দেশি মাছ টিকিয়ে রাখতে হবে।