জীবননগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 




নিজস্ব প্রতিবেদক, জীবননগর,চুয়াডাঙ্গা। 



আজ ২০ আগস্ট( বুধবার) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জীবননগর মুক্তমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়


জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ এখলাছুর রহমান রাসেল ও জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোঃ আবু তালেব ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আশরাফ আলী।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন খাঁন খোকন সভাপতি, জীবননগর উপজেলা বিএনপি, প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন মোঃ শাহজাহান কবীর, সভাপতি জীবননগর পৌর বিএনপি।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ সিনিয়র সহ-সভাপতি, জীবননগর উপজেলা বিএনপি,মোঃ তাজুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, জীবননগর পৌর বিএনপি,মোঃ শাহজাহান সেক্রেটারী, জীবননগর উপজেলা বিএনপি,মোঃ শামসুজ্জামান ডাবলু, সাধারণ সম্পাদক ,জীবননগর পৌর বিএনপি,মোঃ মঈন উদ্দীন (ময়েন) যুগ্ম সাধারণ সম্পাদক,জীবননগর উপজেলা বিএনপি,মোঃ শফি উদ্দীন যুগ্ম সাধারণ সম্পাদক, জীবননগর পৌর বিএনপি,মোঃ আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক,জীবননগর উপজেলা বিএনপি,মোঃ নাসির ইকবাল ঠান্ড সাংগঠনিক সম্পাদক, জীবননগর পৌর বিএনপি,মোঃ শাহজাহান আলী সাংগঠনিক সম্পাদক, জীবননগর পৌর বিএনপি প্রমুখ। 


র‍্যালিটি জীবননগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে জীবননগর মুক্তমঞ্চে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।

Post a Comment

Previous Post Next Post