নিজস্ব প্রতিবেদক, জীবননগর, চুয়াডাঙ্গা।
আজ মঙ্গলবার (১৯/৮/২০২৫) সকালে জীবননগর মডেল থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীর একাডেমিক উন্নয়ন, শৃঙ্খলা ও সামগ্রিক প্রতিভা বিকাশ নিয়ে গুরুত্বর্পূর্ণ আলোচনা করেন। অভিভাবকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকল্পনা ও নীতিমালা সম্পর্কে মতামত প্রদান করেন।
উক্ত অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ।
স্কুল পরিচালনা ও শিক্ষকমণ্ডলীর আন্তরিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, আমরা সবাই আশা করি এই সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও সমৃদ্ধ হবে।