নিজস্ব প্রতিবেদক, জীবননগর, চুয়াডাঙ্গা।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে মনোহরপুর ইউনিয়ন বিএনপি'র পার্টি অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুর সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ আনোয়ার হোসেন খাঁন খোকন।
মনোহরপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জীবননগর পৌর বিএনপি'র সভাপতি মোঃ শাহাজান কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মঈন উদ্দীন ময়েন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাব হোসেন,
মত বিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির গৃহীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।