জীবননগরে অবৈধ সার মজুদের দায়ে মেসার্স মিজানুর এন্টারপ্রাইজকে অর্থ দন্ড

 




জীবননগর, চুয়াডাঙ্গা।

মঙ্গলবার ( ২৬ আগস্ট ) বিকাল ৪.০০ ঘটিকায় চুয়াডাঙ্গার জীবননগর শহরের জীবননগর-কালিগঞ্জ  সড়কের হাই স্কুল সংলগ্ন খুচরা সার ব্যবসায়ী মেসার্স মিজানুর এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমানকে  ভ্রাম্যমান আদালত এই অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দাজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, সহকারী কমিশনার (ভূমি),জীবননগর উক্ত সার ব্যবসায়ী মো: মিজানুর রহমান কে নিয়ম বহির্ভূত ও অবৈধ টিএসপি সার ১৪ বস্তা মজুদের দায়ে ৫,০০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন। 

আদালতে সার ব্যবসায়ী মিজানুর রহমান বিভিন্ন কৃষকের নিকট থেকে এ সার ক্রয় করেছিলেন বলে দোষ স্বীকার করেন। এ সময় ম্যাজিস্ট্রেট বলেন,সতর্ক  বার্তা হিসাবে এ জরিমানা করা হলো। আগামীতে প্রশাসনিকভাবে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি সকল সার ব্যবসায়ীকে এই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। 

এই সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন। তিনি বলেন,কৃষকরা সারের জন্য দীর্ঘ লাইন দেয়। বিশেষ করে বাংলাদেশ টিএসপির ক্ষেত্রে সেটি লক্ষ্যনীয়। আবার এই কৃষকরা এধরণের  কর্মকান্ডে জড়িত, যা নিন্দনীয় অপরাধ। তিনি সকল সার ব্যবসায়ী ও এরুপ অপরাধ জড়িত কৃষকদের হুশিয়ার করে দিয়ে বলেন কৃষি বিভাগ সামনের দিকে আরো কার্যকরী আইনী ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মো: পাভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: শাহ আলম,সাংবাদিকবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post