জীবননগর সন্তোষপুরে পিকেএসএফ এর প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

 



জীবননগর, চুয়াডাঙ্গা। 


আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪:০০ টায়  জীবননগর উপজেলার সন্তোষপুরে পরিবেশ গত কৃষিকাজ সম্প্রসারণের লক্ষ্যে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সন্তোষপুর তেল পাম্পের সামনে ভাই ভাই কৃষি প্রজেক্টে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিনাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, জীবননগর উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী,ভাই ভাই কৃষি প্রজেক্টের সত্ত্বাধিকারী জাহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের স্মার্ট প্রজেক্টের ম্যানেজার সরোয়ার হোসেন, মাঠ সমন্বয়কারী শাখাওয়াত হোসেন সহ অনেকে।

মাঠ দিবসে বক্তারা বলেন, কৃষিতে পরিবেশগত সম্প্রসারণর করতে হলে কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের অধিক ব্যবহার কমিয়ে বেশি করে জৈব সার ব্যবহার করতে হবে।

পৃথিবীতে চায়নার পরে ২য় দেশ হিসেবে বাংলাদেশের কৃষিজমিতে অধিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। ফসলের জমিতে প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে আগামীতে আমাদের কৃষি জমি গুলো প্যারালাইজড হয়ে যেতে পারে।

Post a Comment

Previous Post Next Post