জীবননগর সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালিত

 






নিজস্ব প্রতিবেদক, জীবননগর, চুয়াডাঙ্গা। 


আজ শুক্রবার ( ২৯ আগস্ট) সন্ধ্যা সাতটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি  আল হাসান মোঃ আবু তালেব। অনুষ্ঠানে কবির বর্ণাঢ্য জীবনী নিয়ে  আলোচনা করেন জীবননগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক  মো: রকিবুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো: হাসান ইমাম, দপ্তর সম্পাদক মো: সেলিম রেজা, সিনিয়র সহসভাপতি মো: শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল ইসলামসহ জীবননগর সাহিত্য পরিষদের সাধারণ সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মো: রকিবুল ইসলাম। 

উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী, কবিতা ও গান উপস্থাপন করেন। আলোচনা অনুষ্ঠান শেষে কবির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।




Post a Comment

Previous Post Next Post