নিজস্ব প্রতিবেদক, জীবননগর, চুয়াডাঙ্গা।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টা চুয়াডাঙ্গা জেলার জীবননগরে মরহুম সাধক খাজা বাবা রাখাল শাহ এর ৩৮ তম ওরস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলার আলিপুর গ্রামের খাজা বাবা রাখাল শাহের দরবার প্রাঙ্গণে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ওরস পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন খাঁন খোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান কবির।প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মুন্সি প্রমুক । এছাড়াও উপজেলার সকল ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, রাখাল শাহ দরবার কমিটির সদস্য বৃন্দ এবং ওরস পরিচালনা কমিটির সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দল মত নির্বিশেষে প্রতি বছরের ন্যায় এ বছরও ওরস সম্পূর্ণ করার কথা বলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মাদকমুক্ত সুন্দর একটি ওর উপহার দেওয়ার অঙ্গীকার করেন। সভার সভাপতি কামরুজ্জামান এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম।
