জীবননগরে জুয়েলার্স সমিতির নির্বাচন অনুষ্ঠিত -সভাপতি আসাবুল, সম্পাদক জুরাইজ

 




নিজস্ব প্রতিবেদক, জীবননগর, চুয়াডাঙ্গা। 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই ভোটগ্রহণ চলে। 

নির্বাচনে ৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জলি জুয়েলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আসাবুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমান পেয়েছেন ৪৪ ভোট। আরেক প্রার্থী তরফদার জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. মতিয়ার রহমান পেয়েছেন ২১ ভোট।

এদিকে সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্বাচনে ৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মা মনি জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. জুরাইজ রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লামিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. জসীম উদ্দীন পেয়েছেন ৪৫ ভোট। আরেক প্রার্থী ফাহিদা জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. আজমত হোসেন পেয়েছেন ২২ ভোট।

এদিকে সহসভাপতি পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোনালী জুয়েলার্সের স্বত্বাধিকারী নিমাই কুমার দে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. ফারুক আহমেদ পেয়েছেন ৫২ ভোট।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হয়েছেন এস বি জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. রাফিম হাসনাত সজিব। 

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। তিনি বলেন, নির্বাচনে মোট ভোটার ছিল ১২৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১৭ জন। নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং উৎসবমুখর হয়েছে।  

সার্বিক পরিস্থিতি নিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, নির্বাচন উপলক্ষে সকাল থেকেই আমিসহ থানা-পুলিশের সদস্যরা ভোট কেন্দ্র ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।-


Post a Comment

Previous Post Next Post