নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গার জীবননগরে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিরতণ করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল আমীন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার।
অতিথিরা বলেন, খেলাধুলা শরীর ও মনে সুস্থতা আনে। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে। খেলাধুলা মোবাইল আসক্তি এড়াতে সাহায্য করে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে তারা ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারবে।
