তালাক প্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে টাকা ও স্বর্ণাংলঙ্কার চুরির অভিযোগ

 





স্টাফ রিপোর্টার, জীবননগর, চুয়াডাঙ্গা। 

তালাক দেওয়া স্ত্রীর বিরুদ্ধে টাকা ও স্বর্ণাংলঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন জীবননগর উপজেলার মনোহরপুর হাই স্কুলপাড়ার মো. বিশারত আলীর ছেলে মো. মাসুদ রানা (২৮)। এ ঘটনায় গতকাল বুধবার থানায় অভিযোগ করেছেন তিনি। 

থানার অভিযোগে মাসুদ রানা উল্লেখ করেন, কুলতলার আজিজুলের ছেলে মিলন হোসেনের সঙ্গে তার স্ত্রী সুইটি খাতুনের (২৩) পরকীয়া ছিল। একপর্যায়ে বিষয়টি তিনি জানতে পেরে তাকে সতর্ক করে দেন। তারপরও তারা পরকীয়া সম্পর্ক অব্যাহত রাখে। এর মধ্যে গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে মিলনকে আপত্তিকর অবস্থায় দেখেন তিনি। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে মিলন হোসেন তাকে ঘুষি মেরে পালিয়ে যায়। পরে তার স্ত্রী মা-বাবাকে ডেকে এনে গোকুলনগরে বাবার চলে যায়। এসময় বাড়িতে সংরক্ষিত ২ লাখ ৫০ হাজার টাকা ও একটি সোনার চেন চুরি করে নিয়ে যান তার স্ত্রী।

মাসুদ রানা বলেন, এ ঘটনার পর বুধবার বিকেলে সালিশের মাধ্যমে দেনমোহর ৭০ হাজার টাকা দিয়ে স্ত্রীকে তালাক দিয়েছি। তবে আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া টাকা আমি ফেরত পাইনি। সেগুলো ফেরত চাই।

Post a Comment

Previous Post Next Post