জীবননগরে দূর্গা পূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে ওসি'র মতবিনিময়

 





জীবননগর, চুয়াডাঙ্গা। 

আজ শনিবার বিকেলে জীবননগর থানা চত্বরে হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুন হোসেন বিশ্বাস। 

মতবিনিময় সভায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস সকল পূজা কমিটির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় সভাপতি-সম্পাদকদের সমস্যাসহ বিভিন্ন বিষয় শোনেন ওসি মামুন হোসেন বিশ্বাস এবং জীবননগর থানার পক্ষে থেকে সার্বিক নিরাপত্তার আশ্বাস দেন তিনি।

ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, গত বছর পূজা নিয়ে কিছুটা নিরাপত্তা শঙ্কা ছিল। তবে এ বছর কোনো নিরাপত্তা শঙ্কা নেই। গোয়েন্দা রির্পোটও ভালো। তবে পুলিশ সকল সময় সতর্ক থাকবে। আপনাদের সার্বিক বিষয় আমাদের নজরদারিতে আছে এবং আপনাদের এই উৎসব শেষ না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে। আর কোনো ঝামেলা থাকলে আগেই আমাকে জানাবেন। তাৎক্ষণিক আমাদের কাছ থেকে সেবা পাবেন। সেবা পাওয়া যাবে না এরকম চিন্তা করার দরকার নেই। মনে করবেন যে, আপনার সাথেই আমরা আছি। তাৎক্ষণিক সেবা পাবেন। 

এ সময় নিরাপত্তা নিয়ে বক্তব্য আছে কী জানতে চাইলে মন্দির কমিটির সভাপতি-সম্পাদকেরা জানান, না, কোনো সমস্যা নেই। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান,  হিন্দু সম্প্রদায়ের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রমেন বিশ্বাস, পংকজ দত্ত, অনন্তপাল, সুশান্ত সাহা, বিল্পব কর্মকার, রঞ্জিত দুর্লভ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post