নিজস্ব প্রতিবেদক।
খুলনা রেঞ্জের আওতাধীন চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। লটারিতে জীবননগর, দামুড়হুদা মডেল, আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদরসহ সারা দেশের ৫২৭ থানায় ওসি পদায়ন করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানায় এ লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি।
এর মধ্যে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মিজানুর রহমান। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান। তিনিও ঝিনাইদহ জেলার বাসিন্দা। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোলায়মান সেখ। তিনি রাজবাড়ী জেলার বাসিন্দা।
এছাড়া দামুড়হুদা মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন শেখ মেসবাহ উদ্দিন। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা। আর আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বানী ইসরাইল। তিনি রাজশাহী জেলার বাসিন্দা।
