চুয়াডাঙ্গা ডিবি কর্তৃক ২৬০ পিস প্যাথেড্রিন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার-০১

 





নিজস্ব প্রতিবেদক। 

আজ শুক্রবার ( ৩ অক্টোবর) ৬:২০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন লোকনাথপুর পূর্বপাড়াস্থ জনৈক শাকিল মিয়ার বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে ২৬০ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য প্যাথেড্রিন ইঞ্জেকশন জব্দ করা হয়। 

জেলার সুযোগ্য পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এএসআই(নিঃ) মোঃ তোরগুল হাসান সোহাগ, এএসআই(নিঃ) আরিফুল ইসলাম এবং মোঃ মোত্তালেব হোসেন জেলা গোয়েন্দা শাখা,  চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ  আসামী ১। মোছাঃ লাবনী খাতুন (৩০), পিতা- লাবলু, সাং-গাতিরপাড়া (জয়রামপুর), থানা- দামুড়হুদা জেলা- চুয়াডাঙ্গা’কে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ২৬০ (দুইশত ষাট) পিস নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য প্যাথেড্রিন ইনজেকশন উদ্ধার পূর্বক জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Post a Comment

Previous Post Next Post