নিজস্ব প্রতিবেদক।
আজ শুক্রবার (৩ অক্টোবর) এশার নামাজের পর জীবননগর উপজেলার উথলী বাজারে একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির আয়োজনে সমিতির সদস্য মৃত আব্দুল আলিম (আলী) ও আলহাজ্ব হুমায়ুন কবীরের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
উথলী বাজারে অবস্থিত একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উথলী বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সভাপতিত্ব করেন,একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, সেনেরহুদা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সদস্য মো: সাব্বির হোসেন, মো: আজম মিয়া,আব্দুর সামাদ,আবুল হাশেম, দিপু মন্ডল, মো মামুনুর রশীদ, তরিকুল ইসলাম ,মো সজল মিয়া, মৃত আলহাজ্ব হুমায়ূন কবীরের ছোট ছেলে হাফেজ রিশাদ হোসেন, মৃত আলী হোসেনের ছেলে আবির হোসেনসহ সমিতির সদস্যবৃন্দ ও বাজারের ব্যবসায়ীগন।
