জীবননগর, চুয়াডাঙ্গা।
সোমবার (৬ অক্টোবর) বিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর পৌর শহরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। জীবননগর পৌর শহরে ৬নং ওয়ার্ডের বিভিন্ন দোকানদার ব্যবসায়ী সাধারণ পথচারীদের মাঝে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু’র পক্ষে লিফলেট বিতরণ করেন জীবননগর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।
ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তারা। এসময় বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরা হয়। এ সময় পৌর নেতারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমইএর সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি ১৬-১৭ বছর ধরে চুয়াডাঙ্গার মানুষ জন্য কাজ করছেন। তিনি সৎ মানুষ। তিনি কোনো দুর্তীতি করবেন না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপি'র সভাপতি শাহাজাহান কবীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু,সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, ৬ নং ওয়ার্ড বিএনপির মোঃ আরিফ, সাধারণ সম্পাদক লিটন মুন্সি,জীবননগর পৌর স্বেচ্ছাসেবক সদস্য সচিব সুমন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একলাছুর রহমান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক একরামুল, লিটন, তসলিম, রজব আলীসহ আরো অনেকে।
