নিজস্ব প্রতিবেদক।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ভৈরব নদের পাড় ও খাস জমিতে তালবীজ রোপণ করেছে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ নামে একটি সংগঠন।
০৬/১০/২৫ তারিখ রোজ সোমবার সকাল ৯:৩০ টা হতে দুপুর ১:৩০ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয় । ভৈরব নদের পাড় সহ খাস জমিতে প্রায় ২০০০ হাজার তালবীজ রোপণ করা হয়। এই কর্মসূচির শুভ উদ্ভোদন করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান। তাছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, আরো উপস্থিত ছিলেন নাটুদহ ভুমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথি কে এইচ তাসফিকুর রহমান বলেন, নাটুদহ ইউনিয়নের ভৈরব নদের তীরবর্তি পাড় ও প্রায় ১৫ একর খাস জমির সীমানা রেখা বরাবর তালবীজ রোপণ করার জন্য বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠন কে ধন্যবাদ জানাই। বিশেষ ভাবে ধন্যবাদ জানায় আহসান হাবীব ভাই কে। বর্তমানে ব্জ্রপাত একটি বড় ধরনের প্রকৃতিক বিপর্যয়। এর হাত থেকে বাচার জন্য বেশি বেশি তালগাছ রোপণ করা প্রয়োজন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন আমাদের সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের কর্মসূচি সফল হয়েছে। এই তাল গাছ শুধু বজ্রপাত নিরোধকই নয় বেশ কয়েকটি বিপন্ন প্রাণীর আবাস ও খাদ্যের যোগান দেয়। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দামুড়হুদা উপজেলা প্রশাসন ও নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভূমি কর্মকর্তা তাদের সার্বিক সহযোগিতায় আমরা কাজটি সুন্দর ভাবে করতে পেরেছি।
সেই সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি সংগঠনের সদস্যদেরকে তাদের অক্লান্ত পরিশ্রমে সার্থক হয়েছে আজকের আয়োজন।
এসময় বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর সদস্য হাসানুজ্জামান রিগান, জিসান,সতেজ, আনাছ, বায়জিদ, ইয়ামিন, নীরব, রিয়াজুদ্দিন, নীরব-২, আব্দুল্লাহ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

