জীবননগর পৌরসভায় জেলা আমির মো রুহুল আমিনের পথসভা অনুষ্ঠিত।




 নিজস্ব প্রতিবেদ, জীবননগর। 


গতকাল বাদ আসর (০২ অক্টোবর)  রোজ বৃহস্পতিবার পৌর এলাকায়  ২ নং ওয়ার্ড এ ব্যাপকভাবে গনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন জামাতে ইসলামীর জেলা আমির মো: রুহুল আমিন। তিনি বলেন আমরা একটা মানবিক সমাজ গড়তে চায় সেখানে কোন হিংসা থাকবে না, ব্যাবসায়ী নিরাপদে ব্যাবসা করবে। অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন করতে চায়, অবকাঠামোগত উন্নয়ন করতে চায়। 


এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এড. আসাদুজ্জামান, জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা মাজলিসুল মোফাসসিরিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও মো সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মো মাহফুজুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম ও মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক মো হারুন অর রশীদ, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, পৌর সেক্রেটারি মো ইব্রাহিম খলিল উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন ও পৌর যুব সভাপতি আরিফ জোয়ার্দার প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post