বড়লেখায় ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

 


 



অলিউর রহমান, উপজেলা প্রতিনিধি,বড়লেখা (মৌলভীবাজার)। 

গতকাল বৃহস্পতিবার ( ২অক্টোবর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১নং ওয়ার্ড জাতীয়তাবাদীদল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। কামিলপুর গ্রামে আমিনুল হক মেম্বার এর বাড়ীতে মক্তার মিয়ার সঞ্চালনায় এবং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান বলাই এর সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা  জাতীয়তাবাদীদল বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন বিএনপি ক্ষমতায় গেলে তার দল অগ্রাধিকার ভিত্বিতে বেকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্হা নিবে,তিনি উদাহরন দিয়ে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান মধ্যপ্রাচ্যে প্রথম প্রবাসী কর্মী সৌদী আরবে প্রেরন করেন।আগামীতে যাতে বিএনপি ক্ষমতায় গিয়ে সরকার গঠন করতে পারে সেই লক্ষ্যে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক ফয়জুর রহমান,মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ  ও উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন,সহ সভাপতি আব্দুল বাছিত, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীন,সাংগঠনিক সম্পাদক অহিদ আহমদ,

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য আমিনুল হক,ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক এবি সিদ্দিক দুলাল, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সহ যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছাইফুর রমান প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post