ফেইসবুকের কল্যাণে বহুদিন পর বোন ফিরে পেল তার ভাইকে।

 



নিজস্ব প্রতিবেদক। 

আজ বুধবার সকাল ৬: ০০ ঘটিকায় একজন রুগ্ন, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দেখা মেলে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হুলিয়ামারী গ্রামের গোলাপনগর নামক স্থানে। 

সেখানে উৎসুক গ্রামবাসী জড়ো হতে থাকে।  এই অবস্থায় বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যা র প্রভাষক আহসান হাবীব শিপলু স্যার উক্ত স্থানে যান।  তিনি তার কাছ হতে কিছু তথ্য  ও কিছু ছবি, ভিডিও নেন।  পরবর্তীতে তার আইডি Shiplu Ahsan  Habib তে পোস্ট করেন।  তাছাড়া দীর্ঘ ২ : ০০ ঘন্টা পর তিতুদহ গ্রামের শিশির জানান ফেইসবুক কে দেয়া তথ্য সঠিক এবং সেই স্থানের গ্রাম পুলিশ ইসমাঈল হোসেন যোগাযোগ করবেন। পরবর্তীতে শিপলু স্যার তার বাসায় নিয়ে যান এবং তার সেবা অব্যাহত রাখেন।

আহসান হাবীব স্যার নিশ্চিত হন ঐ ভদ্রলোকের নাম মো: নাসির উদ্দিন, পিতা : কাশেম সানা গ্রাম : সোনাবাড়িয়া, থানা : কলারোয়া, জেলা : সাতক্ষীরা। 

এই বিষয়ে স্যার বলেন আমি সকাল বেলা হাটতে গেলে কিছু মানুষের জটলা দেখে সেখানে যায়।  সেখানে একজন অসুস্থ ও রুগ্ন ব্যক্তি রাস্তার পাশে পড়ে আছে। আমি ও  আমার বন্ধু শাহিন সেই ব্যক্তির সাথে কথা বলে তার আংশিক ঠিকানা জানতে পারি। পরবর্তীতে আমার ফেইসবুকে  তার নাম,  ছবি এবং ভিডিও আপলোড করি। সেই সাথে হাসানুজ্জামান রিগানের সহযোগিতায় অসহায় মানুষটিকে আমার বাসায় রাখি। বেশ কিছুক্ষন পর সোনাবাড়িয়া গ্রামের একজন গ্রাম পুলিশ আমার সাথে যোগাযোগ করে এবং তার বোন আসছেন বলে আমাকে জানান।

তারা বেলা ১:৩০ ঘটিকার সময় আমার বাসায় উপস্থিত হন।  সেই সময় তিতুদহ ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ডের  সদস্য কামাল হোসেন তাদের পরিচয় নিশ্চিত করে তাকে তার বোনের কাছে হস্তান্তর করেন। 

এই বিষয়ে তিতুদহ ইউনিয়নের সদস্য কামাল হোসেন বলেন শিপলু ভাইয়ের ফেইসবুক আইডির কল্যাণে আজ এক বোন তার ভাই কে বহুদিন পর খুঁজে পেলেন।  তিনি একজন অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তা আমাদের সমাজে দৃষ্টান্ত হয়ে রবে। আলহামদুলিল্লাহ আমরা এক পরিবারের হাসি উপভোগ করলাম।

নিখোঁজ ব্যক্তিকে হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন পল্লী প্রাণী  চিকিৎসক হাসানুজ্জামান রিগান, বায়জিদ,  নীরব, মনিরুল, সোলাইমান শেখ, নিজাম উদ্দিন শেখ, সোনাবাড়িয়া সাতক্ষীরা হতে মইদুল ইসলাম,  বোন গুরফান সহ আরো অনেকে।

Post a Comment

Previous Post Next Post