নিজস্ব প্রতিবেদক।
আজ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিরুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ খন্দকার গোলাম মাওলা হিন্দু ধর্মের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জীবননগর উপজেলার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, “শারদীয় দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে শেষ করতে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার সরকারের পক্ষ থেকে সবই নেওয়া হয়েছে। আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছি। সে মোতাবেক নিরলস কাজ করে যাচ্ছি।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা,জীবননগর) মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিস জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান সহ প্রমুখ।
