জীবননগরে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 





জীবননগর, চুয়াডাঙ্গা।

আজ মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার জীবননগরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে কুইজ,বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে কুইজ প্রতিযোগিতা শুরু হয় এর পরে পর্যায়ক্রমে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

তিন গ্রুপে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে জুলাই বিপ্লবের ওপর কুইজ, উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে মাদককে না বলি, সফল জীবন গড়ি, নতুন বাংলাদেশ বির্নিমাণে তারুণ্যের ভাবনার ওপর রচনা, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল আমীন। উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান।

Post a Comment

Previous Post Next Post